জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইন্তেকাল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৭:৩৩ পিএম

জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইন্তেকাল

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। সালাউদ্দিনের পারিবারিক সূত্র মৃত্যুর বিষয়টি দ্য রিপোর্ট  ডট লাইভকে নিশ্চিত করেছে। 

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মাওলানা সালাউদ্দিন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিকেল ৫টার দিকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খতিব, ও শিক্ষাবিদ। তিনি সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ৪৪ তম অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৯ সালের ৫ই জানুয়ারী বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে যোগদান করেন।

মাওলানা সালাউদ্দিন ১৯৬৪ সালে পূর্বপাকিস্তান মাদ্রাসা বোর্ড হতে কামিল প্রথম শ্রেণীতে প্রথম স্থান ও ১৯৬৫ সালে একই বোর্ড হতে যথাক্রমে আদব ও আদব কামিল প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. প্রথম শ্রেণীতে প্রথম স্থানে উত্তীর্ণ হন। তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্য সৌদি আরবের মদীনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও ১৯৮৪ সালে মদীনা বিশ্ববিদ্যালয় থেকে আরবী ডিপ্লোমা প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।

Link copied!