টিকা নাই তো সেবা নাই : মেয়র আতিক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০২:৪৫ পিএম

টিকা নাই তো সেবা নাই : মেয়র আতিক

অন্তত এক ডোজ টিকা না নিলে কোন ধরনের সেবা পাওয়া যাবে না বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো: আতিকুল ইলাম। শনিবার রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে গণটিকা কার্যক্রম পরিদর্শন এসে এসব কথা বলেন।

সে সময় মেয়র বলেন, 'গণহারে করোনা প্রতিরোধের টিকাদান চলছে। আগে টিকা নিতে অনেক কাগজপত্র দেখাতে হতো। কাগজপত্র নেই, হারিয়ে গেছে এইসব অজুহাতে অনেকেই টিকা গ্রহণ করেনি। এখন এসব কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। একটা ফোন নাম্বার থাকলেই টিকা পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে সবাই টিকা নিন।' 

আজকে নির্ধারিত সময় শেষ হলেও কেন্দ্রে যাওয়া মানুষকে টিকা দেওয়া হবে জানিয়ে আতিকুল ইসলাম।  তিনিবলেন, আমাদের আজকের টার্গেট হলো পাঁচ লাখ টিকা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর টার্গেট দিয়েছিল সাড়ে তিন লাখ টিকা দেয়ার জন্য। কিন্তু আমরা মনে করি আমরা যে ধরনের ব্যবস্থা নিয়েছি তাতে আমাদের পাঁচ লাখ টিকা দেওয়ার টার্গেট। আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে। আমি সবাইকে বলব একটু সুশৃংখলভাবে থাকার জন্য। সবাইকে টিকা না দিয়ে কেন্দ্র বন্ধ হবে না। সবাই টিকা পাবেন।’

Link copied!