ডিআরইউতে সাংবাদিক হাবিবের প্রথম জানাজা বেলা ২টায়

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২২, ০৭:২৫ পিএম

ডিআরইউতে সাংবাদিক হাবিবের প্রথম জানাজা বেলা ২টায়

রাজধানীতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দৈনিক সময়ের আলোর সিনিয়র সাংবাদিক হাবীবুর রহমানের প্রথম নামাজে জানাজা  রাজধানীর  ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেলা ২টায় অনুষ্ঠিত হবে।সংগঠনের  সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম এ তথ্য  নিশ্চিত করেছেন।

হাবীবুর রহমান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক। ব্যক্তিগতজীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।

হাবীবুরের মৃত্যুতে ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা হাবীবুরের রুহের মাগফিরাত কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক বলেন, বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালে মসজিদের সামনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায় বলে আমরা জানতে পারি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মধ্যরাতে হাতিরঝিল থেকে একজন পথচারী তাকে উদ্ধার করে ঢামেকে আনেন। ওই পথচারী জানিয়েছেন যে, হাতিরঝিল আকিজ বিল্ডিংয়ের পাশে ফুটপাতে মোটরসাইকেল নিয়ে পড়েছিলেন হাবীবুর রহমান। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর হাবীবুর রহমান সময়ের আলোতে যোগদানের আগে বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। দৈনিক সময়ের আলোর হয়ে সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেছিলেন তিনি। সাড়াজাগানো প্রতিবেদনের জন্য তিনি সময়ের আলোর ‘মাসসেরা রিপোর্টার’ সম্মাননাও পেয়েছিলেন।

Link copied!