তিন মাত্রার ভূকম্পনে বারবার কেঁপে উঠল সিলেট

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২১, ০১:০০ পিএম

তিন মাত্রার ভূকম্পনে বারবার কেঁপে উঠল সিলেট

দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটে এক ঘন্টা সময়ের মধ্যে চারবার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম ভূকম্পন অনুভূত হয়।এরপর ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ও বেলা ১১টা ৩০ মিনিটে তৃতীয়বার অনুভূত হয় মৃদু ভূকম্পন। চতুর্থ ও শেষ ভূকম্পন অনুভূত হয় বেলা ১১ টা ৩৪ মিনিটে।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিকাল সেন্টার (ইএমএসসি)  জানায়, শনিবার (২৯ মে) বাংলাদেশে অনুভূত হওয়া একাধিকবার ভূকম্পনের উৎস ছিল সিলেটের ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের আসাম-মেঘালয় অঞ্চলে।

রিখটার স্কেলে ৩ মাত্রার এই ভূকম্পনটির কেন্দ্রস্থল ছিল ১৫ কিলোমিটার গভীরে। আসামে আঘাত হানা এই ভূমিকম্পের প্রভাবেই সিলেট জেলা একাধিকবার কেঁপে ওঠে।

সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান ভূকম্পনের বিষয়ে গণমাধ্যমে বলেন, ‘সিলেটে একাধিকবার ভূমিকম্পন অনুভূত হয়েছে। আমরা সব ডাটা ঢাকায় পাঠিয়েছি। তারা বিষয়টি বিশ্লেষণ করে জানাবেন।‘ ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।

এর আগে, গত ২৮ এপ্রিল রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে ছিল বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়। 

Link copied!