রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হয়।
শনিবার দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ দল। প্রথমে রাহকিম কর্নওয়ালের শিকার হন ডানহাতি ব্যাটসম্যান মিঠুন। ৮৬ বলে মাত্র ২ বাউন্ডারিতে ১৫ রান করেন তিনি। পরে মুশফিকের সঙ্গ দিতে মাঠে নামে লিটন। তবে কিছুক্ষণ পরেই সাজঘরে ফিরেন মুশফিক। এর আগে মুশফিক হাফ সেঞ্চুরি করেন। এটি তার ক্যারিয়ারের ২২তম ফিফটি । কর্নওয়ালের বলেই ৫৪ রানে আউট হয়ে ফিরেন তিনি।
আগে ব্যাট করে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ গড়ে তোলে সফরকারী দল ওয়েস্ট ইন্ডিজ। গতকাল শুক্রবার দিনের শেষ দিকে মাঠে নেমে ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ।
গতকাল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ব্যাট করে চার উইকেটে ১০৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। ৩০৪ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিন শুরু করেছে মুমিনুলবাহিনী। ওয়েস্ট ইন্ডিজ এর আগে প্রথম ইনিংসে ৪০৯ রানের বিশাল সংগ্রহ গড়ে।