দগ্ধ অভিনেতা রনিকে দেখতে গেলেন আইজিপি বেনজির

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০২:১১ পিএম

দগ্ধ অভিনেতা রনিকে দেখতে গেলেন আইজিপি বেনজির

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ শোবিজ তারকা অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ সদস্য মো. জিল্লুর রহমানকে দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিদগ্ধ রনি ও জিল্লুরের খোঁজখবর নেন তিনি এবং কিছুক্ষণ তাঁদের পাশে অবস্থান করেন। এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেনসহ অন্যান্য চিকিৎসকগণ।

আইজিপি ড. বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে। আইজিপি এ ধরণের ঘটনা এড়াতে সর্বাত্মক সচেতন হওয়ারও আহবান জানান। এছাড়াও রনি ও জিল্লুরের চিকিৎসায় সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, আবু হেনা রনি ও পুলিশের কনস্টেবল জিল্লুর রহমানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে তাঁরা আশঙ্কামুক্ত নন।

Link copied!