দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ মামলা ডিবিতে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৬, ২০২১, ১২:২০ পিএম

দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ মামলা ডিবিতে

দিনাজপুর জেলার চিরিরবন্দর ‍উপজেলায় মা ও তার ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তিনজনসহ মোট ৫ জনের বিরেুদ্ধে দায়ের হওয়া মামলা গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এএসপি সারোয়ার কবীরসহ ৫ জনকে আদালতে নেওয়া হলে  দিনাজপুর আমলি আদালতের-৪ এর বিচারক শিশির কুমার বসু সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে অপহরণের শিকার মা ও ছেলেকে ছেড়ে দেয়ারও আদেশ দেন আদালত।

মা ও তার ছেলেকে অপহরণের ঘটনায় ভুক্তভোগী লুৎফর রহমানের ভাই খলিলুর রহমান বাদী হয়ে চিরিরবন্দর থানায় অপহরণ মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

চিরিরবন্দর থানা পুলিশ মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তিনজনসহ তাদের আটক করে।

উল্লেখ্য, স্থানীয় ও চিরিরবন্দর থানা পুলিশ সূত্র জানায়, পলাশ নামে এক ব্যক্তি চলতি মাসের শুরুর দিকে লুৎফর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৫০ লাখ টাকা প্রতারণার অভিযোগ করেন রংপুর সিআইডি কার্যালয়ে। সিআইডির এএসপি সারোয়ার কবিরের নেতৃত্বে একটি দল সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টায় চিরিরবন্দরে গিয়ে লুৎফর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে মো. জাহাঙ্গীরকে তুলে নিয়ে যায়।

পরে লুৎফর রহমানকে ফোন করে তার স্ত্রী-সন্তানের মুক্তির বিনিময়ে ১৫ লাখ টাকা দাবি করে সিআইডির ওই দল। এর প্রেক্ষিতে টাকা নিতে মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে সিআইডি কর্মকর্তাদের দিনাজপুর সদর উপজেলার বাশেরহাটে আসতে বলেন লুৎফর। এর আগেই বিষয়টি তিনি চিরিরবন্দর থানা পুলিশকে জানিয়ে রাখেন। পরে থানা পুলিশ তাদের আটক করে।

Link copied!