নিম্ন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণে ৮ কমিটি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২২, ০৪:১৮ পিএম

নিম্ন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণে ৮ কমিটি

দেশের নিম্ন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করতে হাইকোর্টের বিচারপতিদের নেতৃত্বে ৮টি পৃথক কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার হাইকোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপন অনুসারে, হাইকোর্টের একজন স্বতন্ত্র বিচারক পৃথকভাবে দেশের ৮টি বিভাগের প্রতিটি মনিটরিং কমিটির নেতৃত্ব দেবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) বিধিমালা, ১৯৭৩ এর অধীনে নিন্ম আদালতের জন্য এই মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে থাকা হাইকোর্টের বিচারপতিরা হলেন– ঢাকা বিভাগের জন্য মোস্তফা জামান ইসলাম, খুলনা বিভাগের জন্য মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগের জন্য জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগের জন্য মো. কামরুল হোসেন মোল্লা, সিলেট বিভাগের জন্য এস এম কুদ্দুস জামান, রংপুর বিভাগের জন্য শাহেদ নুরুদ্দিন, ময়মনসিংহ বিভাগের জন্য মো. জাকির হোসেন এবং রাজশাহী বিভাগের জন্য মো. আখতারুজ্জামান।

প্রজ্ঞাপনে আরও  বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসের অধীনে ৮জন বিচার বিভাগীয় কর্মকর্তা মনিটরিং কমিটিগুলোকে সাচিবিক সহায়তা প্রদান করবেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান এ বিষয়ে গণমাধ্যমে বলেন, “মনিটরিং কমিটিগুলো নিন্ম আদালতের কার্যক্রমে গতি আনতে ও মামলাজট কমাতে কাজ করবে।”এরমধ্যে কমিটিতে থাকা বিচারকরা এ বিষয়ে একটি বৈঠক করেছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি নিজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছিলেন, সব নিন্ম আদালতের মামলাজট কমাতে, স্বচ্ছতা আনতে ও দ্রুত বিচার নিশ্চিত করতে তিনি দেশের ৮টি বিভাগের প্রতিটির জন্য হাইকোর্টের বিচারপতিদের নেতৃত্বে একটি মনিটরিং সেল গঠন করবেন। তার এই ঘোষণা এক মাসের মধ্যেই বাস্তবায়িত হলো।

Link copied!