নোয়াখালীতে ১৪৪ ধারা জারি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২১, ০৯:১৬ পিএম

নোয়াখালীতে ১৪৪ ধারা জারি

নোয়াখালী শহরের মাইজদীতে জেলা আ.লীগের কমিটি গঠন নিয়ে আ’লীগের ৩টি গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার মাইজদী শহর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান।

রবিবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এসময় তিনি আরও  জানান, ‘১৪৪ ধারা চলার সময় মাইজদী শহর ও আশপাশের এলাকায় মধ্যে ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সব এলাকায় চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না।’

স্থানীয় সূত্র জানা যায়, রবিবার বিকেল ৫টার দিকে সোমবারের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে মাইজদী শহরের টাউন হল মোড়ে ৩টি গ্রুপের নেতাকর্মিরা অবস্থান নেয় এবং পাল্টাপাল্টি স্লোগন দিতে থাকে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে নোয়াখালী জেলা আ.লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা আওয়ামীলীগ ও সদর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের তিনটি গ্রুপের মধ্যে বিভক্তি দেখা দেয়। বিবদমান গ্রুপগুলোর অনুসারী নেতাকর্মীরা তাদের সোমবারের পাল্টাপাল্টি সমাবেশকে সফল করতে রবিবার বিকেল থেকেই  জেলা শহরে অবস্থান নিয়ে পথ সভা, মিছিল করে। ত্রিমুখি উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষ এবং প্রাণহানির আশঙ্কা দেখা দেওয়ায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

 

Link copied!