নোয়াখালীর আওয়ামী লীগের নতুন কমিটি ‘বানরের পিঠা ভাগ’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৫:০২ পিএম

নোয়াখালীর আওয়ামী লীগের নতুন কমিটি ‘বানরের পিঠা ভাগ’

নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৮৭ সদস্যের এই কমিটিকে বানরের পিঠা ভাগ বলে আখ্যায়িত করেছেন কাদের মির্জা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে তিনি একথা বলেন।  

নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যক্ষ খায়রুল আনম সেলিমকে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সদস্য হিসেবে থাকলেও তাতে স্থান হয়নি বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জার।

নবগঠিত কমিটি নিয়ে আবদুল কাদের মির্জা বলেন, ‌‘এটা কমিটি নয়, বানরের পিঠা ভাগ। নোয়াখালীতে আওয়ামী লীগের রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি এ কমিটির মাধ্যমে। এটা অপরাজনীতির আরও একটা চমক। আমরা এই কমিটির পক্ষেও নেই বিরুদ্ধেও নেই’।

দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে একরামুল করিমের অপসারণ দাবি করে আসছেন কাদের মির্জা। কিন্তু এবার জেলা আওয়ামী লীগের কমিটিতে তাকেই রাখা হয়নি। তবে কমিটিতে কোম্পানীগঞ্জের জন্য চারটি নামের জায়গা খালি রাখা হয়েছে।

কমিটিতে নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদ উল্যাহ খান সোহেলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। 

Link copied!