অক্টোবর ২৬, ২০২১, ১২:৪১ পিএম
দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে ‘সরকার পরিবর্তন এখন জনগণের দাবি’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি আবারও নির্দলীয় সরকারেরর অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদের মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির নেতাকর্মীদের নামে অহেতুক ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে দিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করছে। আমাদের ৩৫ লাখের বেশি নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। তাদের অনেকে কারাগারে রয়েছে। আজকে সামাবেশে আসার সময় ৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।’ এসময় তিনি বিএনপি নেতাকর্মীদের নামে মিথা মামলা প্রত্যাহার ও কারাগারে আটকদের মুক্তির দাবি জানান।
তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আমাদের নেতাকর্মীদের যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। যাদেরকে হত্যা করা হয়েছে তার বিচারসহ ক্ষতিপূরণ চাই। ন্যয়বিচার চাই।’
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এই দেশে সরকার পরিবর্তন এখন জনগণের দাবি। আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তারপরও সরকার পদত্যাগ করেনি। তারা আজকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে রাজনৈতিক চক্রান্ত শুরু করেছে।’
সরকার বিভিন্নভাবে জনগণকে বিভ্রান্তিতে ফেলছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশ ও জনগণকে রক্ষা করুন।’