পদ্মাসেতুতে ফেরির ধাক্কা: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২১, ০৪:৪০ পিএম

পদ্মাসেতুতে  ফেরির ধাক্কা: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

মুন্সীগঞ্জ ও মাদারীপুর জেলার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শাহ জালাল নামে একটি রোরো ফেরির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্যিক) এস এম আশিকুজ্জামানকে ওই তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করেছে বিআইডব্লিউটিসি)। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে সংস্থাটির চেয়ারম্যানের বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অন্য তিন সদস্য হলেন- বিআইডব্লিউটিসি’র পরিচালক (নৌ স ও প) মো. শাহ জাহান, এজিএম (মেরিন) আহমেদ ও এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।

এর আগে বোরো ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর পিলার ও দুর্ঘটনাকবলিত ফেরি। ছবি : সংগৃহীত

স্থানীয় ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ছেড়ে আসা রোরো ফেরি শাহ জালাল নৌপথের পদ্মা সেতুর সামনে আসলে স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১৭ নম্বর পিলারে সঙ্গে ধাক্কা লাগে।

ধাক্কায় ফেরির র‍্যামসহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এসময় ফেরিতে দাঁড়ানো ও বসা অবস্থায় থাকা যাত্রীরা ফেরির মধ্যেই পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়। ফেরিটি শিমুলিয়া ঘাটে আসার পরপরই ফেরি থেকে যানবাহন ও যাত্রী নামানোর পর ফেরিটি ডকে মেরামতের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা যায়।

 

Link copied!