পীরগাছায় বলাৎকারের অভিযোগে এসআই গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ১০:৪৩ পিএম

পীরগাছায় বলাৎকারের অভিযোগে এসআই গ্রেপ্তার

রংপুরের পীরগাছা উপজেলায় দুই ব্যক্তিকে বলাৎকারের (ধর্ষণ) অভিযোগে করা মামলায় পীরগাছা থানার প্রত্যাহার হওয়া উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তাঁকে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র এই খবর নিশ্চিত করেছেন।

রংপুর জেলার মানচিত্র

এর আগে দুই ব্যক্তিকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা। অভিযুক্ত স্বপনের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়। এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যক্তির ছোট ভাই শুক্রবার পীরগাছা থানায় পুরুষ যৌনাচার বিষয়ে একটি মামলা করেন। সেই মামলায় স্বপনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ওসি সরেস চন্দ্র বলেন, পীরগাছার দুই ব্যক্তি বৃহস্পতিবার থানায় মৌখিকভাবে জানিয়েছেন যে এসআই স্বপন কুমার তাঁদের বলাৎকার (ধর্ষণ) করেছেন। এর মধ্যে একজন ভ্যানচালক। তাঁর বয়স ৫০। তাঁকে অসুস্থ অবস্থায় ভ্যানে করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছিল। অন্যজন নৈশপ্রহরী। তাঁর বয়স (৫৫)।

ভুক্তভোগী দুজনের মধ্যে ভ্যানচালক অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বৃহস্পতিবার বলাৎকারের শিকার হন বলে অভিযোগ করেন। নৈশপ্রহরীকে সাত দিন আগে ওই পুলিশ কর্মকর্তা বলাৎকার করেন বলে অভিযোগে বলা হয়।

Link copied!