বইমেলায় স্পন্সরদের টাকা পাচ্ছে না বাংলা একাডেমি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২২, ১২:২৫ এএম

বইমেলায় স্পন্সরদের টাকা পাচ্ছে না বাংলা একাডেমি

অমর একুশে বইমেলার আয়োজন বাংলা একাডেমি করলেও মেলায় স্পন্সরের মূল আয় পাচ্ছে না প্রতিষ্ঠানটি। এমনকি স্পন্সর কত টাকা দিচ্ছে, আয় ও ব্যয়ের হিসেব কিছুই রাখে না বাংলা একাডেমি। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে সব কিছু থাকায় বইমেলায় বিজ্ঞাপনের আধিক্য বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ লেখক ও প্রকাশকদের।

আলাদা অর্থ পায়না বাংলা একাডেমি

অমর একুশে বইমেলার জন্য আলাদা কোনো অর্থ বরাদ্দ দেয় না সরকার। স্পন্সরশিপ ও স্টল ভাড়া থেকে পাওয়া অর্থে মেলার ব্যয় মেটানো হয়। স্টল ভাড়ার টাকা থেকে মেলার বিদ্যুৎ বিল ও আনুষঙ্গিক দাপ্তরিক খরচ মেটায় বাংলা একাডেমি। আর ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় স্টলের অবকাঠামো, প্রবেশদ্বার, মূল মঞ্চ নির্মাণসহ সংশ্লিষ্ট কিছু কাজের।

বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, আমি দায়িত্ব নেওয়ার আগে থেকেই তো স্পন্সর নেওয়ার বিষয়টি চলমান রয়েছে। এ জন্য এবারও আমরা একটি ইভেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছি।

তিনি আরও বলেন, বাংলা একাডেমি কিছু শর্ত দিয়ে ইভেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় এবং কী কী কাজ করা হবে, সেটিও নির্ধারণ করে দেয়। কিন্তু একাডেমির যেহেতু মেলার জন্য অর্থ বরাদ্দ থাকে না, তাই কিছু শর্ত দিয়ে ইভেন্ট প্রতিষ্ঠানকে বলা হয় স্পন্সর খুঁজে নিতে। তারা স্পন্সর কোম্পানির সঙ্গে চুক্তি করে। সেই হিসাব আমরা জানতে চাই না।

ইভেন্ট ম্যানেজমেন্টের বিতর্ক

এবার মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব ‘সিএনএস’ নামে একটি প্রতিষ্ঠান। যদিও এই প্রতিষ্ঠানটি রেলওয়ের টিকিট বিক্রির কারিগরি সহায়তা দিয়ে থাকে। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০২১ সালে কোন চুক্তি না করেই রেলের টিকিট বিক্রি চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

কমছে সময় বাড়ছে স্টল

করোনা সংক্রমণ পরিস্থিতির প্রেক্ষাপটে এবার শর্তসাপেক্ষে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা আয়োজনের প্রস্তুতি চলছে। তবে সময়সীমা কমলেও বৃদ্ধি পেয়েছে বইমেলার ব্যপ্তি। এবারের বইমেলায় বাংলা একাডেমির অভ্যন্তরে ১৫০টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৭১০টি সহ মোট ৮৬০টি স্টল রয়েছে বলে জানা গেছে।

সিঙ্গেল দোকান প্রতি ১৫ হাজার এবং ডাবল দোকান প্রতি ৩৩ হাজার টাকা নিচ্ছে এবারের বই মেলার দায়িত্বে থাকা ইভেন্ট প্রতিষ্ঠানটি।

Link copied!