বক্তব্যের সত্যতা পেলে ব্যবস্থা: হানিফ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২১, ০৯:২৫ পিএম

বক্তব্যের সত্যতা পেলে ব্যবস্থা: হানিফ

জাইমা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, “এ ধরনের বক্তব্য কাঙ্খিত নয়। সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

ডয়েচ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহবুব-উল-আলম হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন, “আমি তার (ডা. মুরাদ) দেওয়া বক্তব্যটি পুরোটা শুনিনি। তবে যেটুকু শুনেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটি একেবারেই 'অগ্রহণযোগ্য'। এটি অনাকাঙ্ক্ষিত। আমরা তার বক্তব্য এবং যেগুলো ওডিও ক্লিপ পেয়েছি সেগুলো যদি সত্য হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো।”

এর আগে, আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা সিটির মেয়র-কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ভার্চুয়াল আলোচনায় নারীবিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত মত। দলের বক্তব্য না। এই ধরনের বক্তব্য কেন সে দিল, অবশ্যই আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।”

Link copied!