মে ২২, ২০২২, ১০:৫৬ এএম
বঙ্গবন্ধুর হত্যাকান্ড একটি দেশকে ধ্বংসের সুগভীর ষড়যন্ত্রের অংশ ছিলো বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দিনাজপুরের বিরলের রামপুর উচ্চ বিদ্যালয় ও কানাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৪ তলাবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে তিনি একথা বলেন।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া একটি দেশ কখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনা। এজন্য দেশ স্বাধীন হওয়ার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন। তবে ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। আজকের শিশুরা ও ছাত্ররা সেই নির্মমতার কথা হয়তো সেভাবে জানেনা। নির্মম সে হত্যাকান্ড শুধু একজন ব্যক্তি কিংবা একটি পারিবারকেই হত্যা ছিলোনা বরং একটি দেশকে হত্যা করার সুগভীর ষড়যন্ত্র ছিল। যার কারণে বঙ্গবন্ধুকে হত্যা পর ঘাতকরা বাংলাদেশকে ভিন্নপথে নিয়ে যেতে চেষ্টা করে। ঘাতক-দালালদের রাজনীতিতে পুনর্বাসিত করা হয়। তবে ৭৫ এর সেই হত্যাকান্ডের সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আবারও আওয়ামী লীগের হাল ধরেন। দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় উন্নতি ও সমৃদ্ধির পথে আজকের বাংলাদেশ।
তিনি বলেন, শেখ হাসিনার সরকারই প্রত্যেকটি উপজেলায় একটি করে কলেজ প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে একইসাথে সরকারিকরণ করেছে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে কাজ করছেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন এলাকায় ভ্রমণে বের হলেই সড়ক ব্যবস্থাপনার এ উন্নয়নের চিত্র চোখে পড়বে। পদ্মা সেতু, মেট্রোরেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্নফুলি টানেলের মতো মেগা প্রজেক্টগুলো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে বলে জানান প্রতিমন্ত্রী।
রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী এ এস এম শাহিনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মাত আফছানা কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, উপজেলা আওয়ামী লগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সুবজার সিদ্দিক সাগর এবং অন্যরা।
এর আগে প্রতিমন্ত্রী বিরল মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্দ্ধ-১৭) এর চুড়ান্ত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন।