ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৬:২৪ পিএম
একের পর এক প্রাণীর মৃত্যুর পর গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি বাঘ ও একটি সিংহ অসুস্থ বলে জানা গেছে। গতকাল রবিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন পার্ক পরিদর্শনে এলে এই তথ্য জানা যায়।
সাফারি পার্কে সম্প্রতি মারা যাওয়া জেব্রা, বাঘ ও সিংহের থাকার জায়গা পরিদর্শন করেন মন্ত্রী। সঙ্গে ছিলেন একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, স্থানীয় সাংসদ ইকবাল হোসেন প্রমুখ। পরিদর্শন শেষে সেখানকার তথ্যকেন্দ্রে সাংবাদিকদের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা জানান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, একটি বাঘ ও একটি সিংহ অসুস্থ। এগুলোর চিকিৎসা চলছে। পরিদর্শনের সময় সেখানে উপস্থিত প্রতিমন্ত্রী বাঘ ও সিংহকে দেওয়া খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন। মাংসের সঙ্গে হাঁড়ের পরিমাণ বেশি থাকে বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, সম্প্রতি মারা যাওয়া প্রাণীগুলোর মরদেহের নমুনা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষাগারেও পরীক্ষা করা হবে। প্রাণীগুলোর মৃত্যুর কারণ চিহ্নিত করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একটি বিশেষজ্ঞ কমিটি করেছে। এই কমিটি চলমান তদন্ত কমিটিকে পরামর্শ ও সহযোগিতা করবে।
একটি বাঘ ও একটি সিংহের অসুস্থতা সম্পর্কে পার্কের প্রকল্প পরিচালক মোল্যা রেজাউল করিম আজ সকালে বলেন, অসুস্থ প্রাণী দুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অসুস্থ বাঘ ও সিংহ দুটির চিকিৎসা করে যাচ্ছেন।