বনশ্রীতে লরি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: চালক ও সহকারী গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২২, ১১:৩৪ পিএম

বনশ্রীতে লরি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: চালক ও সহকারী গ্রেপ্তার

রাজধানীর বনশ্রীতে লরি চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় লরিচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত লরি চালকের নাম মো. নুরুল ইসলাম (৪০) ও সহকারী নাম মো. ইমরান হোসেন (২২)।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

 

Lorry Driver
গ্রেপ্তার লরি চালক মো. নুরুল ইসলাম ও সহকারী মো. ইমরান হোসেন। ছবি: সংগৃহীত

মোটরসাইকেল আরোহীর নাম আবু নাসের। তিনি নোয়াখালীর সোনাইমুড়ীর মানিকনগর ঈদগা মাঠ এলাকার মো. আবু তাহেরের ছেলে। তিনি রামপুরার চিটাগাং বুল হোটেলের ম্যানেজার ছিলেন।

রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক মো. শাহরিয়ার হোসেন বলেন, মোটরসাইকেল আরোহী ওই হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার পথে একটি তেলবাহী লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লরির চাকায় মাথা পিষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার আরও বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তেলবাহী লরি জব্দ করা হয়েছে। 

Link copied!