রাঙামাটি শহরে পাবলিক হেলথ এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি গোয়েন্দা সংস্থার ২ সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন আবু দাউদ (২৮) ও রুহউল্লাহ (২৫)।
নিহত দাউদের গ্রামের বাড়ি ভোলা জেলা সদরের কালিবাড়ি রোড এলাকায় এবং ইসারুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের গোবিন্দপুর এলাকায়। তারা দুজনই একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে একটি গোয়েন্দা সংস্থার দুই সদস্য আবু দাউদ ও রুহউল্লাহ মোটরসাইকেলযোগে শহরের বনরুপা থেকে কলেজ গেইটের দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের পাবলিক হেলথ এলাকায় পৌঁছলে বিপরীত দিকে আসা সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে যান।
পরে একটি বাসের চাকায় পিষ্ট হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা. নূরজাহান বেগম জানান, সড়ক দুর্ঘটনায় দুজন রোগীকে হাসপাতালে আনা হয়েছিল কিন্তু আনার আগেই তারা মারা গেছেন।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানিয়েছেন, একটি দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাসটিকে আটক করা হয়েছে,পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।