বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৩, ০৩:১৮ পিএম

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

আলমি শূরার (মাওলানা জোবায়ের পন্থী) ৫৬তম বিশ্ব ইজতেমার সমাবেশে প্রথমদিনে দেশ-বিদেশের লাখো মুসল্লি স্মরণকালের সবচেয়ে বড় জামাতে  জুমার নামাজ আদায় করলেন। শুক্রবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্ব ইজতেমার প্রথম দিন বাদ ফজর পা‌কিস্তা‌নের মাওলানা জিয়াউল হক আমবয়ান করেন।

শুক্রবার দুপুর পৌনে ২টায় কাকরাইল জামে মসজিদের খতিব ও বাংলাদেশের তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদের ইমামতিতে অনুষ্ঠিত হয় জুমার জামাত। 

ইজতেমায় অংশগ্রহণকারী লাখ লাখ মুসল্লি ছাড়াও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ জুমার জামাতে শরিক হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মুসল্লিদের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান পরিণত হয় জনসমুদ্রে। দেশ বিদেশের অগণিত মুসল্লির সাথে একই জামাতে নামাজ আদায় করতে সব বয়সী মানুষের সমাবেশ ঘটে জুমার জামাতে। 

বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমার মাঠে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন চটের বস্তা কিংবা খবরের কাগজ বিছিয়ে নামাজে শরিক হন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জুমার আগে বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা, জুমার খুতবা পড়েন বাংলাদেশের মাওলানা জোবায়ের। তিনি ইমামতিও করেন। জুমার পর মাঠের মূলমঞ্চ থেকে বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। বাদ-আছর বয়ান করবেন মাওলানা যোবায়ের ও বাদ-মাগরিব ভারতের মাওলানা আহমদ লাট বয়ান করবেন। বয়ান অনুবাদ করবেন বাংলাদেশের মাওলানা উমর ফারুক।

এদিন ফজরের পর মাঠে আমবয়ান করেন মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশে বিশেষ বয়ান করেন আলীগড়ের প্রফেসর সানাউল্লাহ। একই সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে বয়ান করেন পাকিস্তানের ড. নওশাদ। মাঠে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশে বয়ান করেন হায়দরাবাদের মাওলানা আকবর শরীফ। আরব জামাতের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহীম দেওলা।

বিশ্বের অর্ধশতাধিক দেশের প্রায় ৪ হাজার ৩৬১ জন প্রতিনিধিসহ কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণ করেছেন বিশ্ব ইজতেমায়। আগামী রোববার দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। 

Link copied!