বিশ্ব সমাজে অবদান রাখছে বাংলাদেশ: জাতিসংঘ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২১, ১১:১২ পিএম

বিশ্ব সমাজে অবদান রাখছে বাংলাদেশ: জাতিসংঘ

উন্নয়নের ধারা অব্যাহত রেখে বাংলাদেশ বিশ্ব সমাজে অবদান রাখছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘পঞ্চাশ বছর আগে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ উন্নয়ন ধরে রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলেও অবদান রেখে চলেছে।’

শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশের জনগণকে পাঠানো এক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন। 

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘গত পাঁচ দশকে বাংলাদেশ সামাজিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতির বিষয়ে অসাধ্য সাধন করেছে। নিম্ন আয়ের দেশের তালিকা থেকেও বাংলাদেশ বেরিয়ে এসেছে।’

গুতেরেস বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক সেনার অংশগ্রহণ, ক্লাইমেট ভালনারেবল ফোরামে অংশীদারিত্ব এবং মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার মাধ্যমে বিশ্ব সমাজে অবদান রেখে চলেছে বাংলাদেশ।’

টেকসই উন্নয়নের উদ্যোগ ও জলবায়ু সংকট মোকাবেলায় জাতিসংঘ বাংলাদেশের পাশে রয়েছে বলে সংস্থাটির মহাসচিব প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Link copied!