রাজধানীর গুলশানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তার ফ্ল্যাট থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ালিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
নুরুন নাহারের বাড়ি ময়মনসিংহের নান্দাইলের কানুকা খালি এলাকায়। তাঁর বাবার নাম মোতালেব মিয়া।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে দুপুর ১২টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এদিকে বিসিবি পরিচালক জালাল ইউনুসের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, নুরুন নাহারের পরিবারের সঙ্গে তাঁর ৩০ বছরের পরিচয়। এর আগে তাঁর বোন ও খালা ওই বাসায় কাজ করেছেন। নুরুন নাহারের সঙ্গে ২০১৮ সালে তাঁর স্বামীর বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মাঝেমধ্যে তাঁর (জালাল ইউনুস) বাসায় কাজ করতেন। ৩ আগস্ট তিনি এক মাস কাজ করার কথা বলে বাসায় আসেন।
নুরুন নাহার অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন বলে জানান জালাল ইউনুস। তিনি বলেন, এ জন্য ওষুধও খাচ্ছিলেন। শুক্রবার রাতে শরীরে ব্যথা করছে বলে না খেয়েই ঘুমাতে যান। শনিবার সকালে তাঁকে নিজ কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।