ঈদুল আজহা উপলক্ষে বুধবার (১৪ জুন) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে আসছে ২৯ জুনকে ঈদুল আজহার দিন ধরে অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নিয়েছে। গতবারের মতো এবারেও আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে বিক্রিত টিকিট এবার ফেরত নেওয়ার সুযোগ থাকছে না।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুই ধাপে বিক্রি হবে এবারের ট্রেনের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট। অন্যদিকে, দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট।
অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন (১৪ জুন) পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে, ১৫ জুন, ১৬ জুন, ১৭ জুন, ১৮ জুন পাওয়া যাবে যথাক্রমে ২৫ জুন, ২৬ জুন, ২৭ জুন ও ২৮ জুনের টিকিট।
এদিকে, ঈদ উদযাপন শেষে ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু করতে পারে ২২ জুন থেকে। এই হিসেবে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট পাওয়া যেতে পারে।
৮ জোড়া বিশেষ ট্রেন চলবে
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঈদুল আজহাকে ঘিরে মোট ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে। ২৬ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরদিন থেকে পাঁচ দিন চাঁদপুর-চট্টগ্রাম ও ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে চলবে একজোড়া বিশেষ ট্রেন।
এছাড়া, শুধুমাত্র ঈদের দিন শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে দুই জোড়া বিশেষ ট্রেন চলবে। এ ছাড়া আরও দুই জোড়া বিশেষ ট্রেন ঈদের আগে ও পরে ছয় দিন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে পঞ্চগড় ও লালমনিরহাট রুটে চলবে।