জানুয়ারি ১০, ২০২২, ১০:৪৭ পিএম
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত চার দিনে এই প্রকল্পের অভ্যন্তরে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৪ জন। এর মধ্যে বিদেশি অন্তত ৭৫ জন। সংক্রমণ রোধে প্রকল্পের একটি ইউনিটের নির্মাণকাজ আপাতত বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মাহবুবুর রহমান।
সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানের জন্য সিভিল সার্জনের নেতৃত্বে চার সদস্যের একটি চিকিৎসা দল গত রবিবার দুপুরে তাপবিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় দলটি সেখানকার বিভিন্ন প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
প্রকল্প এলাকার পরিস্থিতি নিয়ে সোমবার সিভিল সার্জন মাহবুবুর রহমান বলেন, “সেখানে ১৫টি ইউনিট কাজ করছে ১০ হাজারের বেশি দেশি-বিদেশি লোকজন। আক্রান্তদের সংস্পর্শে আসা লোকজনকেও পৃথক করে নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে। পরীক্ষার ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই ইউনিটের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, সম্প্রতি ভারতে ছুটি কাটিয়ে সে দেশের অনেকে বিদ্যুৎ প্রকল্পে যোগ দিয়েছেন। তাদের অনেকের করোনা শনাক্ত হয়েছে। তারা করোনা অমিক্রন ধরনে আক্রান্ত কি না, তা নমুনা ঢাকায় পরীক্ষার পর জানা যাবে।”
প্রকল্পের ১৫টি ইউনিট কাজ করছে ১০ হাজারের বেশি দেশি-বিদেশি লোকজন। একটি ইউনিটে গত চার দিনে দেশি-বিদেশি মিলে ১০৪ জন আক্রান্ত হয়েছেন।
আগের দিন ৮ জানুয়ারি ওই প্রকল্পে করোনা শনাক্ত হয়েছে ৩৫ জনের, ৭ জানুয়ারি ৮ জনের এবং ৬ জানুয়ারি করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের।