মারা গেছে বঙ্গবন্ধু সাফারি পার্কের সাদা সিংহটি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ০২:৩৭ পিএম

মারা গেছে বঙ্গবন্ধু সাফারি পার্কের সাদা সিংহটি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি আফ্রিকান সাদা সিংহের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আফ্রিকান কোর সাফারিতে সিংহটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান দ্যা রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তবিবুর রহমান দ্যা রিপোর্টকে বলেন, ‘‘প্রাথমিক ময়নাতদন্তের পর ডাক্তাররা জানিয়েছেন, প্রচন্ড গরমের কারণে ওই সাদা সিংহটির হার্ট অ্যাটাক হওয়ায় মারা গেছে’। তিনি আরো বলেন, ‘আমার সিংটির বিভিন্ন অংশের নমুনা কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠিয়েছি এর মারা যাওয়ার প্রকৃত কারণের বিস্তারিত জানতে। রিপোর্ট আসলেই জানা যাবে আর কোন কারণ ছিল কিনা’। 

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার বিকেলে সে দিন বিকেলে নির্ধারিত সময়ে খাবার দেওয়া হলে একটি সিংহকে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজ করে দেখা যায়, সেটি মারা গেছে। এর বয়স হয়েছিল ৬ বছর। জন্ম হয়েছিল সাফারি পার্কেই।

ময়নাতদন্ত দেখা যায় যে প্রাণীটির শরীরে বাইরের কোনো আঘাত নেই। এর ভেতরের অঙ্গ–প্রত্যঙ্গেও কোনো সমস্যা দেখা যায়নি। ময়নাতদন্তকারীরা বলেছেন, সাদা সিংহটি স্থূলকায় ছিল। এখন আদ্রতা বেশি থাকে। এ সময় প্রাণীরা নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

Link copied!