ময়মনসিংহে ৪০ যাত্রী নিয়ে ট্রাক আটক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২১, ০৩:২০ পিএম

ময়মনসিংহে ৪০ যাত্রী নিয়ে ট্রাক আটক

ময়মনসিংহে শিশুসহ ৪০ যাত্রী নিয়ে একটি ট্রাক ধরা পড়েছে । জেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইল মডেল থানার সামনে ভ্রাম্যমাণ আদালতের হাতে ট্রাকটি ধরা পরে।

সোমবার (০৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালককে ৫ হাজার টাকা জরিমানা করা হলেও যাত্রীসহ ট্রাকটি মানবিক বিবেচনায় ছেড়ে দেন ইউএনও।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যাত্রীবোঝাই ট্রাকটি ভৈরব থেকে নারী ও শিশুসহ ৪০ যাত্রী নিয়ে ময়মনসিংহ সদরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে নান্দাইল মডেল থানার সামনে আসতেই ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়ে ট্রাকটি। এর পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ট্রাকচালককে ৫ হাজার জরিমানা করে যাত্রীসহ ট্রাকটি ছেড়ে দেয়া হয়।

ট্রাকে থাকা যাত্রীরা জানান, লকডাউনের কথা শুনে গতকাল বরিশাল থেকে রওনা দেন তারা। বরিশাল থেকে প্রথমে লঞ্চে ঢাকায় আসেন। পরে ঢাকা থেকে ময়মনসিংহগামী কোনো বাসে উঠতে না পেরে প্রথমে কিশোরগঞ্জে আসেন। তারপরে সেখান থেকে ভৈরবে আসেন। ভৈরব থেকে ময়মনসিংহে আসার পথে নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়েন। ট্রাকে থাকা যাত্রীরা সকলে ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।

এই বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন আরটিভি নিউজকে জানান, ট্রাক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর যাত্রীরা অনেক দূর থেকে এসেছে। ট্রাকটিতে থাকা সবাই নিম্ন আয়ের মানুষ তাই মানবিক বিবেচনা করে ছেড়ে দেয়া হয়েছে।

 

 

Link copied!