করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক মৃত্যুসংখ্যা কমে আসছে। কমে গেছে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা। বিভাগের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা সেবা নিতে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসিইউতে ১২ জন এবং করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৩ জন ভর্তিসহ এখন পর্যন্ত মোট ২০৩ জন করোনারোগী চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন, ‘বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৭ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ শনাক্ত ছিলেন। মৃত অন্য ৩জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতদের মদ্যে ৫ জন ময়মনসিংহ জেলার ও অন্য ২জন জামালপুলের বাসিন্দা।
এদিকে, ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার (২৬ আগস্ট) গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১৫ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন্ট টেস্টে এই সময়ে ৫৯১ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। নমুন পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা হার ১৯ দশমিক ৪৫।
সিভিল সার্জন আরও জানান, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পরা থেকে এ পর্যন্ত (২৬ আগস্ট) ময়মনসিংহ জেলায় মোট প্রায় ২০ হাজার ৬৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৬ জন। ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ২৮৫ জনের মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।