যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে ফল ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২১, ০২:১৬ পিএম

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে ফল ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ত্যাগের মহিমায় বুধবার (২১ জুলাই) দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তাদের জন্য ফল এবং মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (২১ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুরে গজনবী রোডে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) ওই ফল ও মিষ্টি পাঠিানো হয়।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফল এবং মিষ্টি পৌঁছে দেন।

স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনসহ প্রতিটি রাষ্ট্রীয় দিবস ও উৎসবে  তাদের স্মরণ করায় এসময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি ঈদ উল আজহা উপলক্ষে এক বাণী দেন।

ঈদ উল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে প্রথানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “প্রতি বছর এই উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানরা কোরবানি করা পশুর গোশত আত্মীয়-স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দেয়। যার মাধ্যমে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা হয়। ঈদ-উল-আযহা শান্তি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আসুন, আমরা সবাই পবিত্র ঈদ-উল-আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।”

আমরা এক সংকটময় সময়ে ঈদুল আযহা উদযাপন করছি উল্লেখ করে প্রধানমন্ত্রী তার বাণীতে আরও বলেন, ‘ করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। জনগণকে সব সহযোগিতা প্রদান অব্যাহত রাখছে।”

করোনার সংক্রমণ মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি। পাশাপাশি আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।”

Link copied!