রাজধানীর রামপুরায় সড়ক অবরোধে শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩০, ২০২১, ১১:১৩ এএম

রাজধানীর রামপুরায় সড়ক অবরোধে শিক্ষার্থীরা

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছে অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় এক শিক্ষার্থীর নিহতের ঘটনায় রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে শুরু হওয়া এই সড়ক অবরোধ এখনও চলছে। শিক্ষার্থীরা ‘আমার ভাই লাশ কেন, জবাব চাই জবাব চাই”সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদের অবরোধ ও বিক্ষোভের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও বাসে হাফ ভাড়া কার্যকরের প্রজ্ঞাপনসহ ৯ দফা দাবি বাস্তাবায়ন চান। শিক্ষার্থীরা আরও জানায়, কোনো ধরনের ভাঙচুর করার জন্য তারা সড়কে নামেনি। ২০১৮ সালের আন্দোলনের সময় ৯ দফা দাবি তুলেছিল তারা। সরকার বলেছিল, দাবিগুলো মানা হয়েছে। কিন্তু একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবার ৯ দফা মানা না হলে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায়  এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এই ঘটনার পর সেখানে অনাবিলের বেশ কয়েকটি বাস আটকে ভাঙচুর করে ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কমপক্ষে ১০টি বাসে আগুন দেওয়া হয়েছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুন নেভানোর চেষ্টা করছেন।

এর আগে, গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হন নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭)। এরপর থেকেই নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করে যাচ্ছে শিক্ষার্থীরা। এর মধ্যে পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় এক গণমাধ্যমকর্মী নিহত হন।

Link copied!