রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, গরমে জীবন হাঁসফাঁস

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২২, ০৬:৩৮ এএম

রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, গরমে জীবন হাঁসফাঁস

রাজশাহীর গরম সম্পর্কে ধারণা আছে অনেকেরই। বৈশাখ-জৈষ্ঠ্য মাসে রাজশাহী অঞ্চলে শুরু হয় প্রচন্ড দাবদাহ। এবার অবশ্য রেকর্ড করেছে এই তাপমাত্রা। গত আট বছরে নাকি এমন গরম পড়েনি রাজশাহীতে! তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে রাজশাহীবাসী।

শুক্রবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ম তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ২০১৪ সালে ৪২ ডিগ্রি এবং ২০২১ সালে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কপিমাত্রা রেকর্ড করা হয় যশোরে।

শুক্রবার বিকেলে রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “২০১৬ সালের ২৯ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ছয় বছর পর আবার এ তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত একই তাপমাত্রা বিদ্যমান ছিল। এর আগে সকালের দিকে তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেলের পর থেকে সন্ধ্যা ও রাতের দিকে ধীরে ধীরে এই তাপমাত্রা কমবে।”

Link copied!