করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট ও নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) গত ২৪ ঘন্টায় ৬ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো দৈনিক করোনা রিপোর্টে এসব তথ্য জানানো হয়। বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮ টার মধ্যে তাদের করোনায় মৃত্যু হয় বলে রিপোর্টে বলা হয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো রামেক হাসপাতাল রিপোর্টে বলা হয় ‘হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৬ জনের মধ্যে রাজশাহীর ১ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নওগাঁর ১ জন রয়েছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ১ জন করোনা পজিটিভি শনাক্ত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের ১ জন ছিলেন নেগেটিভ শনাক্ত। মৃত অন্য একজন করোনার উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগী হিসেবে হাসপাতালে ভর্তি ছিলেন।
রিপোর্টে আরও বলা হয় ‘বৃহস্পতিবার (২৬ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ১৪ জন। এনিয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) পর্যন্ত হাসপাতালে মোট ১৯০ জন করোনা আক্রান্ত হয়ে ও করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এদিন গত ২৪ ঘন্টায় ২৯ জন রোগী হাসপাতাল ছেড়েছেন বলেও রিপোর্টে জানানো হয়
রামেক হাসপাতালের রিপোর্টে আরও বলা হয়, বৃহস্পতিবার (২৬ আগস্ট)) পর্যন্ত হাসপাতালে ভর্তি মোট ১৯০ জন রোগীর মধ্যে রাজশাহীর ৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ২২ জন, নাটোরের ২২ জন, নওগাঁর ১৩জন, পাবনার ১৭ জন, কুষ্টিয়ার ১১ জন, চুয়াডাঙ্গার ১ জন, জয়পুরহাটের ৩ জন, সিরাজগঞ্জে ১ জন ও জয়পুরহাটের ১ জন রয়েছেন।
রিপোর্টে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া ১৯০ জন রোগীর মধ্যে করোনায় পজিটিভ শনাক্ত ৯২ জন, সন্দেহভাজন ৬৯ জন ও ২৯ জন নেগেটিভ রোগী রয়েছেন।