রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ: আওয়ামী লীগের সময়সূচি চূড়ান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২২, ০৭:২১ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ: আওয়ামী লীগের সময়সূচি চূড়ান্ত

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপে অংশ নেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আসছে ১৭ জানুয়ারি (সোমবার) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে বসছে দলটি। রবিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গঠনে এখনও আইন প্রণয়নের কাজ শেষ হয়নি। এ কারণে গত দুই বারের মতো এবারও নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতিকে সার্চ কমিটির পথে যেতে হচ্ছে। তারই অংশ হিসাবে রাষ্ট্রপতি মো, আবদুল হামিদ গত ২০ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশনে তালিকাভুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন। এখন পর্যন্ত আমন্ত্রণ পেয়েছে ৩২ দল। এর মধ্যে অংশ নিয়েছে ১৭টি  দলঅ তবে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ বর্জনের ঘোষণা ৭টি দলের।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে । মেয়াদ শেষ হওয়ার আগেই  রাষ্ট্রপতি নতুন কমিশন নিয়োগ দেবেন। এ কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

Link copied!