শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত বিকেলেই

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২১, ০৪:২৫ পিএম

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত বিকেলেই

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ বিকেলে। এ লক্ষ্যে, রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বসবে আন্তঃমন্ত্রণালয় সভা। এতে শিক্ষা, কৃষি, তথ্য ও সম্প্রচার, স্বাস্থ্য, ক্রীড়া, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে জানানো হয়েছিল, আজকের (৫ সেপ্টেস্বর) এই বৈঠকেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়াও ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খোলার যে কথা রয়েছে তাও এগিয়ে আনার ব্যাপারে  সিদ্ধান্ত হতে পারে বৈঠকে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পরিকল্পনা চূড়ান্তকরণ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষাগুলো দ্রুত সম্পন্ন করাসহ বেশকিছু বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে গত ৩ সেপ্টেম্বর চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেন। এরপর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে এক অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ছিলেন, সুনির্দিষ্ট তারিখে স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে।

উল্লেখ্য, বিকেলের বৈঠকে ৬ জন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যোগ দেবেন।

Link copied!