সব হলেই যুগোপযোগী নিয়ম দাবি ঢাবি ছাত্রীদের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২১, ১২:৫১ এএম

সব হলেই যুগোপযোগী নিয়ম দাবি ঢাবি ছাত্রীদের

কেবল পাঁচ ছাত্রীহলের জন্য পৃথক নিয়ম না করে সব হলের জন্য যুগোপযোগী নিয়ম দাবী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। একইসঙ্গে শুধু ‘বিবাহ’ সম্পর্কিত দাবি মেনে নিয়ে বাকিগুলো উপেক্ষা করাটা বৈষম্যমূলক বলেও উল্লেখ করেন তারা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রীরা এসব কথা বলেন।

গত বুধবার (২২ ডিসেম্বর) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে না থাকার বিধি বাতিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এসময় তারা তাদের দেওয়া বাকি তিনটি দাবীও বাস্তবায়নের দাবি জানান।

দাবিগুলো হলো ‘স্থানীয় অভিভাবক’-এর পরিবর্তে ‘ইমার্জেন্সি কন্টাক্ট’ শব্দটি রাখা; শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা হয়রানি এবং অসহযোগিতামূলক আচরণ বন্ধ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের অধিকার পুনর্বহাল ও জরুরি প্রয়োজনে তাদের হলে অবস্থান করতে দেওয়া।  

Link copied!