সরকারের লোভের কারণে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী, বললেন ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২২, ০৮:৫৮ পিএম

সরকারের লোভের কারণে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী, বললেন ফখরুল

দেশে বিরাজমান নিত্যপণ্যের উর্দ্ধগতির জন্য সরকারের অতি লোভ দায়ি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচিতে মির্জা ফখরুল একথা বলেন।

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ প্রতীকী এই অনশন কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন।

এই সরকার জনগণকে স্বস্তি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে উল্লেক করে মির্জা ফখরুল বলেন, “এই সরকার ব্যর্থ হয়েছে আমাদের চাল, ডাল, তেল, লবণসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে। এই সরকার কী করছে? তাদের লাগামহীন যে লোভ এবং তাদের সিন্ডিকেটে লোভের কারণে প্রত্যেকটি জিনিসের মূল্য আকাশচুম্বী হয়ে গেছে।”

মির্জা ফখরুল বলেন, আজ ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকার। তাদের যদি আমরা পরাজিত করতে না পারি, যদি ক্ষমতা থেকে সরিয়ে দিতে না পারি, তাহলে এদেশের মানুষের অস্তিত্ব থাকবে না।

ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।

Link copied!