জুলাই ১৩, ২০২৩, ১০:৩০ পিএম
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ২৭৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ সভাপতি পদে আরও ১০ জনের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ১ জন, সহ-সভাপতি ৭১ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, বিভিন্ন সম্পাদক পদে ৪০ জন (পূর্ণ সম্পাদক), বিভিন্ন পদের উপ-সম্পাদক ১৩৪ জন, সহ-সম্পাদক ১৮ জন ও সদস্য ১৪ জন রয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ৬ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। সম্মেলনের ১৪ দিন পর একই বছরের ২০ ডিসেম্বর রাতে সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শীর্ষ এই নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।