সায়েদাবাদ টার্মিনালে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে: তাপস

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২২, ১১:০৪ এএম

সায়েদাবাদ টার্মিনালে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে: তাপস

রাজধানীর সবচেয়ে ব্যস্ততম বাস টার্মিনাল সায়দাবাদ। এই টার্মিনাল নতুনরূপে সাজাতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, সায়েদাবাদ টার্মিনালে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে।

সায়দাবাদ টার্মিনালের বেশকিছু চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।

টার্মিনালের সংস্কার পরিদর্শন শেষে তাপস বলেন, সায়দাবাদ টার্মিনাল নির্মাণের পর সংস্কার হয়নি। এতে বৃষ্টি এলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা দূরীকরণ এবং বাস চালক ও যাত্রীদের সেবার মান বাড়াতে ৩০ কোটি টাকা ব্যয়ে টার্মিনালের কাজ শুরু করা হয়েছে। আশা করছি টার্মিনালের কাজ শেষ হলে যাত্রীদের আর রাস্তায় নামতে হবে না। টার্মিনালের ভেতরে বাস থেকে যাত্রীরা নামতে পারবেন।

ডিএসসিসির মেয়র বলেন, ঢাকা শহর শৃঙ্খলায় আনতে ইতোমধ্যে বেশকিছু উন্নয়নমূলক কাজ হতে নিয়েছে ডিএসসিসি। কাঁচপুর ও কেরানীগঞ্জে দুটি বাস টার্মিনাল করা হচ্ছে।  এরমধ্যে একটি টার্মিনালের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে।  আরেকটি টার্মিনালের জন্য জমি অধিগ্রহণের চেষ্টা চলছে। এই দুটি বাস টার্মিনাল হতে তিন বছরের মতো সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে সায়দাবাদ বাস টার্মিনালে বাসগুলো শৃঙ্খলায় চলাচল করতে এই উন্নয়ন কাজ করা হচ্ছে।

তিনি বলেন, হানিফ ফ্লাইওভারের নিচের সড়ক প্রস্তত এবং সংস্করণের প্রস্তুতি চলছে। পাশাপাশি টার্মিনালের বাসগুলো সরাসরি ফ্লাইওভারে ওঠার ব্যবস্থা করা হবে। যাত্রীরা যেন আস্থার সঙ্গে টার্মিনালের ভেতরে যেতে চান সেই সেবা নিশ্চিত করতে ডিএসসিসি কাজ করছে।

ফজলে নূর তাপস আরও বলেন, বাস চলাচলে কাঠামোগত উন্নয়ন শেষে ফ্লাইওভারের পরিচ্ছন্নতা দিকে নজর দেওয়া হবে। নগর পরিচ্ছন্নতার জন্য সংস্থাগুলোর পাশাপাশি সকল মানুষকে নজর দিতে হবে।

Link copied!