হবিগঞ্জে পুলিশ বিনা উসকানিতে গুলিবর্ষন করেছে: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২১, ০৪:১৫ পিএম

হবিগঞ্জে পুলিশ বিনা উসকানিতে গুলিবর্ষন করেছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, হবিগঞ্জে বিনা উসকানিতে পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে। তিনি বলেন, “দমন–পীড়ন করে কখনোই জনগণের ন্যায়সংগত দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশে পাঠানোর আন্দোলনকে দমন করা যাবে না।”

গতকাল বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জে বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশি হামলার বিষয়টি উল্লেখ করে আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি হবিগঞ্জে গুলিবর্ষণ করে নেতা-কর্মীদের আহত করার প্রতিবাদে আগামীকাল শুক্রবার সিলেট বিভাগের সব উপজেলায় এবং শনিবার সব জেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

বিএনপির মহাসচিব বলেন, হবিগঞ্জে যে গুলিবর্ষণ হয়েছে, এর মূল কারণটাই ছিল হবিগঞ্জে বিএনপির একটা শক্তিশালী জায়গা আছে। সেখানকার বিএনপির নেতারা বরাবরই প্রমাণ করেছেন, সেখানে শক্তিশালী একটা সংগঠন আছে। সে জন্য এ জায়গায় তারা আঘাত করেছে। পুলিশ বিনা উসকানিতে নির্বিচারে গুলিবর্ষণ করেছে বলে দাবি করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে পাঠানোর দাবিতে ২২ তারিখ সারা দেশে বিভাগীয় পর্যায়ে ৭টি জেলায় আমাদের সমাবেশ কর্মসূচি ছিল। ছয়টিতে মোটামুটি শান্তিপূর্ণভাবে কর্মসূচি করা গেছে। হবিগঞ্জে পুলিশ অতর্কিতে হামলা চালিয়েছে। এসপি মুরাদ আলীর নির্দেশে ওসি নাজমুল হাসান, মাসুক আলী সম্পূর্ণ বেআইনিভাবে শটগানে প্রায় ১ হাজার ২টি গুলি ছোড়া হয়েছে, যা সম্পূর্ণভাবে বেআইনি। আইনত সারা বিশ্বে শটগানের গুলি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।”

এ ঘটনার জন্য জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী, ওসি মাসুক আলী ও নাজমুল হাসানকে দায়ী করেন মির্জা ফখরুল। তিনি অবিলম্বে তাদের অপসারণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান।

Link copied!