রোমানিয়া সীমান্তে ট্রাকের ভেতর থেকে ২৩ বাংলাদেশিকে উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২৩, ১০:১৮ পিএম

রোমানিয়া সীমান্তে ট্রাকের ভেতর থেকে ২৩ বাংলাদেশিকে উদ্ধার

সীমান্ত অতিক্রম করার চেষ্টাকালে রোমানিয়ায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয় বলে রোমানিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আগার প্রেসের বরাত দিয়ে স্থানীয় স্টাইরিপিসার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোমানিয়ার পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে ট্রাকটি পৌঁছলে পুলিশ ট্রাক থামিয়ে চালককে চ্যালেঞ্জ করেন। এসময় জেরার মুখে গাড়িচালক জানান, রোমানিয়া-ইতালি রুটে তিনি গাড়িতে করে প্যালেট (তাক) নিয়ে যাচ্ছিলেন। তবে তাঁর কথা সন্দেহজনক হলে পুলিশ গাড়িতে তল্লাশি চালায়। এসময় গাড়ির ভেতর ২৩ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।  

পুলিশের বরাত দিয়ে স্টাইরিপিসার্সের প্রতিবেদনে বলা হয়, ‘তল্লাশি চালানোর সময় পুলিশ সদস্যরা নিশ্চিত হন উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের সবাই বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে রোমানিয়াতে প্রবেশ করেছেন।”

প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার করার পর  চালকের বিরুদ্ধে অভিবাসী চোরাচালান এবং ট্রাকে লুকিয়ে থাকা বিদেশী নাগরিকদের সাথে প্রতারণার মাধ্যমে রাজ্যের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশি শ্রমিকদের জন্য রোমানিয়া সরকার বিশেষ ধরণের ওয়ার্ক ভিসা প্রদান করছে। তবে এসব শ্রমিকদের রোমানিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নভূক্ত অন্য দেশে ভ্রমণ করার অনুমতি দেওয়া হয় না।

Link copied!