অভিনব কায়দায় জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকের ২ শতাধিক এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভিনব কৌশলে জালিয়াতির মাধ্যমে এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই চক্রের মূল হোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে “
রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে বলেও তিনি জানান।