৩ থেকে ৪ দিনের মধ্যেই শুরু হচ্ছে বর্ষাকালের বৃষ্টি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৮, ২০২২, ০৯:১৭ এএম

৩ থেকে ৪ দিনের মধ্যেই শুরু হচ্ছে বর্ষাকালের বৃষ্টি

চলতি বছরের মে মাসের প্রায় পুরো সময়জুড়ে থেমে থেমে বৃষ্টি ঝরেছে। কোথাও কোথাও একই সময়ে বয়ে গেছে দাবদাহ। মেঘ-বৃষ্টি-গরম মিলেমিশে মে মাস যেতে না যেতে বাংলাদেশে বর্ষার আগমণী বার্তা প্রকৃতিতে।

বর্ষাকালের পূর্ব লক্ষণ হচ্ছে, বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু দক্ষিণ ভারত হয়ে মিয়ানমারকে স্পর্শ করে বাংলাদেশের টেকনাফ দিয়ে প্রবেশ করে। এরই মধ্যে তা দক্ষিণ ভারতীয় উপকূল ও মিয়ানমারে চলে এসেছে বলে জানা গেছে। 

সাধারণত জুনের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষাকাল শুরু হয়। এবার জুনের প্রথম থেকেই দেশে বর্ষা শুরু হবে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তর।

সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের মৌসুমি বায়ুর গতিপ্রকৃতি নিয়ে একটি সভা গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে। সভায় আবহাওয়াবিদরা বলেন, জুনের শুরু থেকে মাঝারি মাত্রার শক্তিশালী মৌসুমি বায়ু দেশে প্রবেশ করতে পারে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে চট্টগ্রাম দিয়ে অঝোরে বৃষ্টি নামিয়ে বর্ষা তার ঋতুচক্রের বৈশিষ্ট নিয়ে হাজির হবে বাংলাদেশের অন্যান্য জেলাতেও। তিন থেকে চার দিন মধ্যে রাজধানীসহ সারা দেশে শুরু হতে পারে বর্ষার বৃষ্টি। 

বাংলাদেশের আবহাওয়া নিয়ে গবেষণা করেন, এমন একাধিক বিজ্ঞানী বলেছেন, এবার মৌসুমি বায়ু হতে পারে বেশ শক্তিশালী। এর সঙ্গে আসা বিশাল মেঘমালার কারণে বৃষ্টি বেশি হবে। ফলে এবার বন্যা স্বাভাবিকের চেয়ে একটু বেশি মাত্রায় হতে পারে। স্বাভাবিক বন্যায় দেশের ২৫ থেকে ৩০ শতাংশ এলাকা প্লাবিত হয়। আর মাঝারি মাত্রার বন্যায় তা ৩৫ থেকে ৪০ শতাংশ হয়ে থাকে।

Link copied!