‘বাংলাদেশ কখনোই পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশ হবে না’

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২১, ০১:৪৩ পিএম

‘বাংলাদেশ  কখনোই পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশ হবে না’

বাংলাদেশকে কেউ পাকিস্তান বা আফগানিস্তানে পরিণত করতে পারবে না। এখন দেশের প্রতিটি মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত। সোমবার (৩০ আগস্ট) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি জামালপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেপ্টেম্বর মাসের মধ্যেই জামালপুর জেলার সকল উপজেলায় মেয়াদাত্তীর্ণ কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে নতুন করে গঠন করে সবশেষে জেলা সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিমন্ত্রীর নিজ আসন সরিষাবাড়িসহ জামালপুরের ৭ টি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সম্মেলন শেষে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে জেলা সম্মেলনের করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জামালপুর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জামালপুরের পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও জামালপুরের সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। 

Link copied!