নৌকা প্রতীকে নির্বাচন করবে ১৪ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১০, ২০২৩, ১১:১১ পিএম

নৌকা প্রতীকে নির্বাচন করবে ১৪ দলীয় জোট

আসন ভাগাভাগি নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট একসাথে নৌকা প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

রবিবার রাতে সংসদ ভবনের ‘এ’ ব্লকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজমের কার্যালয়ে নির্বাচনে আসনবণ্টন নিয়ে আওয়ামী লীগের ১৪ দলীয় জোটের শরিকদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

চূড়ান্ত আসন বণ্টন নিয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে ইনু বলেন, আসন ভাগাভাগি নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে।

তিনি আরও বলেন, আসন ভাগাভাগির হওয়ার পর, সেইসব আসনের বাইরে প্রত্যেক দলের প্রার্থীরা নিজ দলের প্রতীক নিয়ে স্বাধীন ভাবে নির্বাচন করতে পারবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানান, আসন কোনটি কাকে দেয়া হবে ঠিক হয়নি। তালিকা ছোট করা হয়েছে। কোথায় কে জিতবে সেটা গুরুত্ব দেয়া হবে। 

বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্য- এমন নির্বাচন হবে জানিয়ে মেনন বলেন, সমন্বয়ক লিস্ট নিয়ে চার দফা বৈঠক হয়েছে।আগামীতে জোট থাকবে।

এর আগে আজ রাত ৯টার পর জাতীয় সংসদে এমপি মির্জা আজমের কার্যালয়ে বৈঠক শুরু হয়। ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবীর নানক, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, হাসানুল হক ইনু, শিরীন আক্তার, দিলীপ বড়ুয়া, নজিবুল বশর, ড. শাহাদাত হোসেন, শেখ শহীদুল ইসলাম, এস কে সিকদার, রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।

এর আগে গত ৪ ডিসেম্বর গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সে বৈঠকে জোটগত নির্বাচনের সিদ্ধান্ত হলেও শরিকদের সঙ্গে আসন বণ্টন বা সমঝোতা হয়নি।

Link copied!