১৯ পুলিশ পরিদর্শককে এএসপি হিসেবে পদোন্নতি দিয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১১, ২০২৩, ০২:০১ পিএম

১৯ পুলিশ পরিদর্শককে এএসপি হিসেবে পদোন্নতি দিয়েছে ইসি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৯ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

মন্ত্রণালয় থেকে পুলিশের সদস্যদের যে বদলি/পদোন্নতি তালিকা দেওয়া হয়েছিলো কমিশন তাতে অনুমোদন করেছে।

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১৯ জন পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতির জন্য সুপারিশ করায়, পদোন্নতির প্রজ্ঞাপন জারির আগে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে।

এর আগে ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৩৩৮ থানার ওসিকে বদলি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিশন।

রবিবার বরিশাল ও সিলেটের পুলিশ কমিশনার হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী,সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) প্রত্যাহার করার নির্দেশ দেয় ইসি।

Link copied!