গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৪:১৮ পিএম

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪

দুর্ঘটনার পর বাসে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে আজ যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো.আবু নোমান জানান- শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিয়ানি উপজেলার মহেশপুর গ্রামের আকমাল শেখের স্ত্রী  রানু  বেগম(৬০) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে হায়াত শেখ(৬৫)। আহতরা হলেন, মহেশপুর গ্রামের ইজিবাইক চালক ফুলমিয়া (৪৫), লামিয়া (১৫), জাবেদা(৪৫) খুকি বেগম(৪৭) ।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী দাসেরহাট গ্রামের আবেদ আলী শেখ  জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট বিকে প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে কাশিয়ানী থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সূত্র: বাসস

Link copied!