ইউএসএআইডির তহবিল বন্ধ হওয়ায় চাকরি হারিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের উন্নয়নকর্মীরা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৪, ২০২৫, ০৩:১৩ পিএম

ইউএসএআইডির তহবিল বন্ধ হওয়ায় চাকরি হারিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের উন্নয়নকর্মীরা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ইউএসএআইডির প্রায় ১০০টি প্রকল্পের বেশিরভাগই বাতিলের সিদ্ধান্তের পর বেকারত্বের মুখোমুখি হয়েছেন দেশের হাজার হাজার উন্নয়ন পেশাজীবী। প্রায় ৪০০টি এনজিওর মাধ্যমে পরিচালিত এসব প্রকল্প দীর্ঘদিন ধরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এবং সারা দেশে গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমকে সহায়তা দিয়েছে।

যদিও ইউএসএআইডির তহবিল কাটছাঁটের কারণে কত মানুষ চাকরি হারিয়েছে বা হারাতে পারে তার কোনো সরকারি তথ্য নেই, তবে এই খাত সংশ্লিষ্টদের ধারণা, এই সংখ্যা ৩০ হাজার থেকে ৪০ হাজারের মধ্যে হতে পারে।

কূটনৈতিক সূত্র অনুসারে, ইউএসএআইডি প্রতি বছর স্বাস্থ্য, পুষ্টি, কৃষি, জীবিকা, শ্রম অধিকার, মানবপাচার রোধ এবং গণতান্ত্রিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়ে থাকে।

গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার পরপরই তিনি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি খাদ্য সরবরাহ ছাড়া বিশ্বব্যাপী ইউএসএআইডির তহবিল এবং সংস্থাটির তহবিলভুক্ত কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন।

বাংলাদেশে ইউএসএআইডি অফিসের সমস্ত মার্কিন কর্মকর্তাদেরও প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। কর্মীদের একটি অংশ ওয়াশিংটন ডিসির ইউএসএআইডি অফিসে নথিপত্র পাঠানোর কাজ করছেন।

ট্রাম্প প্রশাসন ৯০ শতাংশেরও বেশি বৈদেশিক সহায়তা চুক্তি বাতিল এবং প্রায় ৬০ বিলিয়ন ডলার তহবিল কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর গত ২৫ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ইউএসএআইডি এবং এনজিওগুলোর মধ্যে প্রায় ১০ হাজার চুক্তি বাতিল করা হয়।

Link copied!