বিএনপি-জামায়াত মানুষ মেরে সওদা করা রাজনৈতিক দল : সাদ্দাম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৩, ০৬:২৭ পিএম

বিএনপি-জামায়াত মানুষ মেরে সওদা করা রাজনৈতিক দল : সাদ্দাম হোসেন

ছবি: ঢাবি প্রতিনিধি

তিন হাজার টাকা দিয়ে লোক ভাড়া করে বিএনপি-জামায়াত বাসে আগুন দেয়। বিএনপি-জামায়াতের কাছে আমাদের জীবনের মূল্য হচ্ছে তিন হাজার টাকা। এই বিএনপি-জামায়াত হচ্ছে তিন হাজার টাকায় মানুষ মেরে সওদা করা রাজনৈতিক দল। এরা বাংলাদেশে রাজনীতি করছে এটা আপনার জন্য লজ্জা, আমার জন্য লজ্জা। তাই এই রাজনৈতিক দলটিকে মানুষ হত্যার দায়ে ফৌজদারি বিচারিক আওতায় আনতে হবে।

সোমবার দুপুরে শ্রমিক বেলাল হোসেন হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, তারা তাদের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে, কর্মীদের দিয়ে আগুন সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে। শুধু এদের ধরলেই হবে না। কারণ তারা যেটা করছে এটির পেছনে উর্ধ্বতন কর্তৃপক্ষের দায় আছে। তারা রাজনৈতিক নির্দেশ পেয়েই এই কর্মকাণ্ডটি সম্পন্ন করছে। বিএনপি-জামায়াতের এই পুরো ক্রিমিনাল গ্যাংটি হচ্ছে আগুন সন্ত্রাসের দায়ী আসামী। তাই সকলকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই।

সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা যেভাবে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো’ বলে যুদ্ধ করেছিলাম, আজকেও আমরা শেখ হাসিনার নেতৃত্বে নবপ্রজন্মের যুদ্ধে একদল হায়েনার বিরুদ্ধে  রুখে দাঁড়াতে যাচ্ছি। তাদেরও একটি ফুলকে বাঁচাতে হলে যুদ্ধ করতে হবে।আজকের সেই ফুলটি হচ্ছে আমাদের উন্নত আধুনিক স্বনির্ভর পদ্মাসেতুর মেট্রোরেলের কর্ণফুলী টানেলের বাংলাদেশ। আজকেও আমাদের একটি মুখের হাসির জন্য লড়াই করতে হবে, সংগাম করতে হবে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, বিএনপি-জামায়াত নিরপরাধ মানুষের উপর হত্যা নৈরাজ্যের মাধ্যমে ভিন্ন একটি পন্থা বেছে নিয়েছে। এই যে খুনির দল যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, আমাদের বারংবার তাদের সাথে রাজনীতি করতে হয় এবং কখনো কখনো বলা হয় তাদের সাথে আলোচনায় বসতে; এই সমস্ত বিষয়টিই জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই করজোড়ে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসীদের যদি বিচার হতো তাহলে ২০১৪-১৫ সালের অগ্নি সন্ত্রাসীরা আবার অগ্নি সন্ত্রাস করতে পারতো না। সত্যিকার অর্থে এদের কি বিচার হয়েছে? আজকে বিচার হলে কি বিএনপি আবারও অগ্নি সন্ত্রাস করার সাহস পেতো? আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে বলছি আইন শৃঙ্খলা বাহিনীকে, আমরা সরকারকে আবেদন জানাচ্ছি, এদেশের মানুষ নিরাপদে মরতে চায়। দয়া করে অগ্নি সন্ত্রাস করে আমাদের মারবেন না। আপনারা আইন-শৃঙ্খলা বাহিনী যদি না পারেন তাহলে আমাদের বলেন। আমরা দেশের জন্য রক্ত ঝরাতে রাজি আছি।

Link copied!