মার্চ ২, ২০২৫, ১২:৩২ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুরের ডিসির ‘রিকুইজিশনে’ বাস ব্যবহারের ঘটনাকে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেতনার পরিপন্থি’ বলে বর্ণনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি বলছে, এনসিপির জন্মলগ্নেই এরূপ ‘ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায়’ অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। ‘সেকেন্ড রিপাবলিক’ ও ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ ব্যানারে ‘কর্তৃত্ববাদী পুরনো চর্চা’ পরিহার করার আহ্বানও জানিয়েছে টিআইবি।
চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠকদের নেতৃত্বে শুক্রবার নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করে। ঢাকায় ওই অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুরের ডিসির ‘রিকুইজিশনে’ পাঁচটি বাস ব্যবহারের অভিযোগ নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিষয়টি নিয়ে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি।
এদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ডিসির ‘রিকুইজিশনে’ বাস দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পিরোজপুরের ডিসি এ বিষয়ে জানিয়েছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কয়েকটি বাস রিকু্ইজিশনের’ জন্য ডিসিকে চিঠি দিয়েছে।
“সেখানে তারা জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছেন এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চান। সেই অনুরোধ এবং এক ধরনের চাহিদার পরিপ্রেক্ষিতে পাঁচটি বাস ‘রিকুইজিশন’ করাতে সহায়তা করেন ডিসি।”
বাসগুলোর কোনো ধরনের জ্বালানি খরচ ডিসি অফিস থেকে দেওয়া হয়নি দাবি করে ঘটনার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তুলে ধরেন তিনি।
শফিকুল আলম বলেন, “সরকার সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। যাতে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে, এটা আমাদের মূল দায়িত্ব। সব দলের জন্য আমাদের অবস্থান সমান। এ বিষয়ে যা বলা হচ্ছে, তার বেশিরভাগ তথ্য অতিরঞ্জিত।”
আর টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “শিক্ষার্থী-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে সূচিত ‘নতুন বাংলাদেশের’ অভীষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
“বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশাও অপরিসীম। এই প্রত্যাশা পূরণের পূর্বশর্ত হিসেবে দলটিকে একেবারে শুরুতেই বাস অধিযাচনের এই নজির ও তার নেতিবাচক প্রভাবকে ‘রেড অ্যালার্ট’ হিসাবে গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে এ জাতীয় গতানুগতিক আত্মঘাতী কর্মকাণ্ড ও আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাই।”