জুলাই ১৩, ২০২৪, ০৭:০৬ পিএম
ঘোলাপানিতে মাছ শিকার বন্ধে তৎপর ছাত্রলীগ বলে হুশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। শনিবার (১৩ জুলাই) মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত ছাত্রলীগের মিট দ্য প্রেসে তিনি এ হুশিয়ারি দেন।
সাদ্দাম হোসেন বলেন, “আদালতের রায়ের পর কোটা সংস্কার আন্দোলন থেকে শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে। কিন্তু অন্যরা পানি ঘোলা করার চেষ্টা করছে।”
ছাত্রলীগের সভাপতি আরও বলেন, “তারা তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তুলেছে। রাষ্ট্র পরিচালনায় কিছু মৌলিক অধিকার রয়েছে, আজকে যারা স্বঘোষিত মেধাবী দাবী করছে তারা কি আইন বিভাগ আর নির্বাহী বিভাগ চেনে? এই মুহুর্তে বাংলাদেশে কোনও কোটা নেই। তারা কি চায়? চাকরি করতে চায় নাকি আন্দোলনকারী হতে চায়।”
তারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে নাকি বৈষম্য তৈরী করছে উল্লেখ করে সাদ্দাম হোসেন বলেন, “তারা বোকার স্বর্গে বসবাস করছে মেধার স্বর্গে নয়। যারা দিনের পর দিন নৈরাজ্য করতে চায় নারী সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। আমরা ডোর টু ডোর, কর্মসূচি নিয়েছি এখানে পলিসি এডভোকেসি রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাশ পরিক্ষা চালু হবে, কেউ যদি স্বাভাবিক নিয়ম ভঙ্গ করতে চায় তাদেরকে হুশিয়ারি দিচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের কাজে লাগিয়ে তাদের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে। এখানে ছাত্রদল ও শিবির যুক্ত হয়েছে।”
এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, “আমরা ডোর টু ডোর কর্মসূচি হাতে নিয়েছি। যাতে করে কেউ ঘোলাপানিতে মাছ স্বীকার করতে না পারে সেদিকে আমরা সচেষ্ট আছি। কোমলমতি শিক্ষার্থীরা যেনও বে-আইনি পথে পরিচালিত না হয় সেদিকে লক্ষ্য রাখছে ছাত্রলীগ।”
এই আন্দোলনে শীর্ক্ষার্থীরা তাদের মেধা ও শিক্ষাকে কাজে লাগিয়ে শেখ হাসিনার অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করে উল্লেখ করে আসিফ ইনান বলেন, “কোটা আন্দোলনের নাম করে কেউ যদি বা হাত ঢুকিয়ে ভিন্নক্ষাতে পরিচালিত করে তাহলে এর পরিণাম ভালো হবে না। নারী কোটা নিয়েও এই আন্দোলনে অপপ্রচার চালানো হচ্ছে।”