আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের পরিস্থিতি পর্যবেক্ষণে আসছে কমনওয়েলথের একটি প্রাক-নির্বাচনী দল। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় দলটি নির্বাচন কমিশনে বৈঠক করতে আসছেন। বৈঠকটি প্রধান নির্বাচন কমিশনার এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। আজ নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন থেকে জানানো হয় চলতি মাসের তৃতীয় সপ্তাহে তাঁদের আসার কথা রয়েছে। সে সময় নির্বাচন কমিশনার আনিসুর রহমান কালের কণ্ঠকে বলেন, `ওরা আসবে, কনফার্ম করেছে। কবে আসবে তা সঠিক জানি না। তবে এ মাসের তৃতীয় সপ্তাহের দিকে আসার কথা জানিয়েছিল তারা।’
আনিছুুর রহমান আরো বলেন, ‘এটা প্রি-অ্যাসেসমেন্ট (প্রাক-মূল্যায়ন) টিম। আগে যেমন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র থেকে এসেছে। সে রকমই এরা পাঠাবে। এ টিম নির্বাচন পর্যন্ত থাকবে না।’
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র বলছে, ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কমনওয়েলথের প্রাক-নির্বাচনী দল বাংলাদেশে অবস্থান করতে পারে।তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে সংস্থাটি।